মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ক্ষমতা হারিয়েছেন মুন্সিগঞ্জের দুই পৌরসভার ২৪ জন কাউন্সিলর ও জেলা পরিষদের ৮ সদস্য।
সরকার পতনের পর দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচিত মেয়রদের অপসারণের ছয় সপ্তাহের মাথায় এবার সরিয়ে দেওয়া হল কাউন্সিলরদেরও।
দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।
অন্য একটি প্রজ্ঞাপনে ৩টি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়।
এদিকে, জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সরকার।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের সব জনপ্রতিনিধিদের অপসারণ করে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হল।