ডেস্ক রিপোর্টঃ মুন্সীগঞ্জে রবিবার ক্রিড়া সামগ্রী বিতরণ হয়েছে। রবিবার গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনের এই মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি। ইউএনও মাহবুবা বিলকিসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার ড. মো. অলিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির মিয়াজি, ওসি হেদায়তুল ইসলাম ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার, পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া, ভবেরচর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, মো. দাইয়ান চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষক সমতির সভাপতি মোজাম্মেল হক, মিন্টু মিয়া, মমিনুর রহমান ও বাউশিয়া ইউপি মামুন মেম্বার প্রমুখ।