সেশন জট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক “ক্রাশ প্রোগ্রাম” এর প্রতিবাদে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে অনার্স বিভাগের “দাবি বাস্তবায়ন কমিটি” হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব সংলগ্ন জুবলি রোড়ে এসে মানববন্ধন করে।
কমিটির আহ্বায়ক সোহেল ভূঁইয়া জানান, আমরাও চাই জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন জট মুক্ত হোক। কিন্তু এ সেশন মুক্ত করার নামে ১ বছরের পরিক্ষা ৬ মাসে নেয়া হচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের জন্য অমানবিক। তাই আমরা চাই অনতিবিলম্বে তৃতীয় বর্ষের পরীক্ষা ২ মাস পেছানো হোক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব আল-আমিন খাঁন সাগর, সদর আশ্রাফুল ইসলাম, সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, ফরহাদ হোসেন, জয় গোস্বামী, মানিক হোসেন সহ প্রমুখ।