৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১১:৩৯
কেন নিজের ভোটও দিতে আসেননি এম ইদ্রিস আলী?
খবরটি শেয়ার করুন:

নির্বাচনের আগে নিজেকে ‘তৃণমূল আওয়ামী লীগের প্রার্থী’ হিসেবে ঘোষনা দেওয়া মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সাবেক সচিব এম ইদ্রিস আলী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহনের দিন বাংলাদেশে থাকলেও ভোট দিতে আসেননি।

ইদ্রিস আলী’র ভোট কেন্দ্র দক্ষিন কাগজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট হাজী মো: আজমান ‘আমার বিক্রমপুর’ কে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইদ্রিস আলী’র ঘনিষ্ঠজনরা জানিয়েছেন ভোটগ্রহনের দিন ইদ্রিস আলী সম্পূর্ণ সুস্থ ছিলেন। এরপরেও কেন ভোট দিতে আসেননি তা তারা জানেন না।

এদিকে ইদ্রিস আলী’র ভোট দিতে না আসা নিয়ে তার নিজ এলাকা মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে মিরকাদিম ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘সারাজীবন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করি করে গলা ফাটিয়ে নিজের পছন্দের প্রার্থী না হওয়ায় যদি কেউ ভোটই না দিতে আসে তাহলে পরিষ্কার হয়ে যায় সে আসলে কেমন আওয়ামী লীগ করে’

২০০৩ সালে রাজনীতি তে যোগ দিয়ে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরে আমলা থেকে এসে নবম সংসদে সদস্য নির্বাচিত হন ইদ্রিস আলী।

এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘নিজেকে অযোগ্য’ হিসেবে ঘোষনা দিয়ে দেশ ছেড়ে যাওয়া ইদ্রিস আলী কে নিয়ে রয়েছে নানা বিতর্ক।

২০১৭ সালের ২৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যাক্তিগত প্রোফাইল থেকে দেয়া একটি পোষ্টের একাংশ

দেশ ছেড়ে যাওয়ার ব্যাখ্যা হিসেবে ২০১৭ সালের ২৪জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যাক্তিগত প্রোফাইল থেকে দেয়া একটি পোষ্টের একাংশে লিখেছেন- `আমার নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে এখানে বিএনপি-জামাত এর নির্বাচন প্রতিহত করার কোন তৎপরতা ছিলনা বলে তা মোকাবেলা করারও প্রশ্ন উঠেনা।’

২০১৩ সালের নভেম্বরে দেশ ও রাজনীতি ছেড়ে যাওয়া ইদ্রিস আলী ২০১৭ সালের মে মাসে দেশে ফিরে আসেন। দীর্ঘ এই সময়ে দেশের পরিস্থিতি, মুন্সিগঞ্জের অভ্যন্তরীন রাজনৈতিক অবস্থা বা তার অনুগত কোন নেতাকর্মীরও খোজ নেননি তিনি।

ঐ সময়ে তার অনুগত নেতাকর্মীরাও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে সরব ছিলেন তাদের নেতার হঠাৎ চলে যাওয়া নিয়ে। এবার নতুন করে প্রশ্নবিদ্ধ হলেন জাতীয় নির্বাচনের দিন ভোট দিতে না এসে।

error: দুঃখিত!