২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৩৬
কুঞ্জনগর স্কুলে বই বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ০১ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নতুন বছরের প্রথম দিনে আজ বুধবার সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব।

সকাল থেকে মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়।

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস।

স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কমরউদ্দিন কমল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাছির বেপারী, হোসেন মুন্সী, মহি গাজী, প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম মিয়া।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে জানা যায়, এবার প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।

error: দুঃখিত!