মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ ১ আসনে মহিউদ্দিন আহমেদ, ২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি ও ৩নং আসনে মোহাম্মদ ফয়সালকে (বিপ্লব) সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
গতকাল সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে আজ। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে। শপথগ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন।
জানা গেছে, নতুন সংসদ সদস্যদের আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন।