নায়করাজ রাজ্জাকের অভিনয় জীবন শুরু হয়েছিল কলকাতায়। সেখানে ক্যারিয়ার ফেলে তিনি পাড়ি দেন বাংলাদেশে। ঢাকায় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতার সমীহ আদায় করে নেন দর্শকদের কাছ থেকে।
অন্যদিকে সেই সময় কলকাতায় উত্থান ঘটে দক্ষ অভিনেতা সৌমিত্র চট্রোপাধ্যায়ের। যিনি বর্তমানে সেখানকার জীবন্ত কিংবদন্তি অভিনেতা বলে স্বীকৃত। এবার এই দুই মহীরুহ উঠছেন একই মঞ্চে। ইতিপূর্বে বড় পর্দায় একসাথে কাজ করেছেন তারা বেশ কিছু। দুজনকে ঢাকার মঞ্চে দেখা যাবে প্রথমবার।
সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঢাকায় আসছেন মঙ্গলবার (২৪ নভেম্বর)। দেশের সাহিত্যিক-সাংবাদিক-শিল্পী ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে ওইদিন সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে আয়োজিত এক আনন্দ-আড্ডায় তারা যোগ দেবেন।
নায়করাজ রাজ্জাক, সৌমিত্র চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়াও এ আনন্দ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমকাল সম্পাদক গোলাম সারোয়ার ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমানের সম্পাদনায় আগামী ১ ডিসেম্বর পাঠকের সামনে উন্মোচিত হচ্ছে অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি.কম। এ উপলক্ষে প্রকাশনার পূর্বক্ষণে ‘কথা-কবিতা-গান’ শীর্ষক এক আনন্দ-আড্ডার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।