১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৩:৪৬
করোনা: মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সহায়তা
খবরটি শেয়ার করুন:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে ঘরবন্দি থাকা অস্বচ্ছল-কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি পালন করেছে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (১৭ এপ্রিল) মুন্সিগঞ্জ পৌরসভার যোগিনীঘাট, ফরায়েজী বাড়ি ও নয়াপাড়া এলাকার ৫০০ পরিবারের মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু এই কর্মসূচি পালন করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু জানান, ‘আজ ১৭ই এপ্রিল মুজিব নগর দিবস কে সামনে রেখে করোনা পরিস্থিতিতে পড়া পরিবারের মাঝে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সার্বিক তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে দরিদ্র, সুবিধাবঞ্চিত অসহায় ৫০০ শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি ৷’

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন।