৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৪:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: মুন্সিগঞ্জে নতুন ‘পজেটিভ’ ১, সর্বমোট ৫৯
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সর্বশেষ তথ্যে আজ আরও ১ জন নমুনা পরীক্ষায় সনাক্তকৃত ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট সংক্রামিত রোগীর সংখ্যা ৫৯ জন।

আজ সকালে (২৬) এপ্রিল) পাওয়া সর্বশেষ তথ্যে, নতুন করে মুন্সিগঞ্জ সদর উপজেলার ১জন নারীর করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করে আইইডিসিআর।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (২৬ এপ্রিল) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

আরও পড়তে পারেনঃ করোনা: মুন্সিগঞ্জে ৯০ শতাংশরেও বেশি রোগীর উপসর্গ নেই

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- রোববার, ২৬ এপ্রিল, ২০২০ইং

উপজেলা আক্রান্ত মৃত্যু সুস্থ
মুন্সিগঞ্জ সদর ১৮
গজারিয়া
টংগিবাড়ী ১০
লৌহজং
সিরাজদিখান ১১
শ্রীনগর
সর্বমোট- ৫৯ সর্বমোট-৬ সর্বমোট- ১

সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৬ এপ্রিল) ৬১১ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪০১ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৫৯, মৃত ৬, সুস্থ ১ জন। রেজাল্ট বাকি আছে ২১০ জনের।

৫৯ জনের মধ্যে ৫ জনের করোনা সংক্রমণের খবর নিশ্চিত হওয়া গেছে তারা মারা যাওয়ার পর। আর একজন করোনা পজেটিভ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, গত সোমবার (১১ এপ্রিল) প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

এদিকে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ায় করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুরো জেলাকে ‘অবরুদ্ধ’ ঘোষণা করে রেখেছে জেলা প্রশাসন।

error: দুঃখিত!