২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৪৩
করোনা: মুন্সিগঞ্জে নতুন ৪২ জনসহ ৪১৯ জন ‘হোম কোয়ারেন্টিন’-এ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার ছয় উপজেলায় নতুন করে ২৪ ঘণ্টায় ৪২জনসহ মোট ৪১৯ জন ‘হোম কোয়ারেন্টিন’-এ আছেন। এখন পর্যন্ত ২৫২ জন ‘হোম কোয়ারেন্টিন’ সম্পন্ন করেছেন। তবে পুরো জেলায় আক্রান্ত একজনও নেই।

মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০ টায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেলার ছয়টি উপেজলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জনসহ মোট ৪১৯ জন ‘হোম কোয়ারেন্টিন’-এ আছেন।

প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন। ৪১৯ জনকে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ আদেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে মুন্সিগঞ্জ জেলার সবগুলো উপজেলার শহর ও গ্রামগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর কৌশলী অভিযানের মাধ্যমে করোনা ভাইরাস ঘিড়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ও মার্কেট।

error: দুঃখিত!