মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)
করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে জনসমাগম এড়াতে ঐতিহ্যবাহী হাঁসাড়া বাজার থেকে কাঁচা বাজার অন্যত্র সরানো হয়েছে।
এতে করে ক্রেতারা নিত্য প্রয়োজনীয় পণ্য নিরাপদ ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সংগ্রহ করতে পারছেন।
রোববার (১২ এপ্রিল) সকালে হাঁসাড়া বাজার থেকে সবজি ও মাছের দোকান গুলো সরিয়ে হাঁসাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে অস্থায়ীভাবে কাঁচা বাজার বসানো হয়।
স্থানীয়রা বলেন, লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এখান থেকে আমরা প্রয়োজনীয় বাজার সদাই করতে পেরে আনন্দিত। এতে করে স্থানীয় প্রশাসন ও বাজার কমিটিকে তারা ধন্যবাদ জানান।
এ বিষয়ে হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন জানান, উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে হাঁসাড়া বাজার কমিটির সার্বিক সহযোগিতায় করোনা মোকাবেলায় বাজার থেকে সবজি ও মাছ বাজার সরিয়ে আনা হয়েছে। এখন শুধু করোনা সংক্রমন ঠেকাতে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কমনা করেন তিনি।