মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নারায়ণগঞ্জে মারা যাওয়ার পর মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় এনে দাফন করায় একটি গ্রামের ২৯টি বাড়ি ‘অবরুদ্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সেখান থেকে কেউ বের হতে পারবেন না কিংবা ঢুকতে পারবেন না। জরুরী প্রয়োজন হলে প্রশাসন তাদের সহায়তা করবে।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে মারা যাওয়ার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দাফন করা বৃদ্ধ (৭২) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। এ তথ্য জানার পর সেখানে গিয়ে বিস্তর খোজখবর নেয় প্রশাসন।
তিনি বলেন, ‘যে গ্রামে ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে, সে গ্রামের ২৯টি বাড়ি ‘অবরুদ্ধ’ করা হয়েছে। যাঁরা মরদেহের গোসল, জানাজা ও কবর দেওয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’
‘এছাড়া যাঁরা মৃত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’
ওই ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে থাকার সময় গত বৃহস্পতিবার ওই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। রাতেই পরিবারের লোকজন তাঁকে নারায়ণগঞ্জ ভিক্টেরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান।
গত শুক্রবার (১০ এপ্রিল) টংগিবাড়ী উপজেলায় বৃদ্ধের গ্রামের বাড়ি মান্দ্রা গ্রামে তাঁকে দাফন করা হয়।