করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ২৫ জন সহ মোট ৪৪৩
মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে আজ আরও ২৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৪৪৩ জন। মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (১৯ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন। মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- মঙ্গলবার, ১৯ মে এপ্রিল, ২০২০ইং উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থমুন্সিগঞ্জ সদর১৮৯৮২৯গজারিয়া৬০-২টংগিবাড়ী৩৯২৪লৌহজং৪২২২সিরাজদিখান৬৬-২৯শ্রীনগর৪৭১১০ সর্বমোট- ৪৪৩সর্বমোট-১৪সর্বমোট- ৭৬সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৯ মে) ২৭৮১ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৪৬৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৪৪৩, মৃত ১৪, সুস্থ ৭৬ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩১৫ জনের।...
12
মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ২৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৪৪৩ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (১৯ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- মঙ্গলবার, ১৯ মে এপ্রিল, ২০২০ইং
| উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
| মুন্সিগঞ্জ সদর | ১৮৯ | ৮ | ২৯ |
| গজারিয়া | ৬০ | – | ২ |
| টংগিবাড়ী | ৩৯ | ২ | ৪ |
| লৌহজং | ৪২ | ২ | ২ |
| সিরাজদিখান | ৬৬ | – | ২৯ |
| শ্রীনগর | ৪৭ | ১ | ১০ |
| সর্বমোট- ৪৪৩ | সর্বমোট-১৪ | সর্বমোট- ৭৬ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৯ মে) ২৭৮১ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৪৬৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৪৪৩, মৃত ১৪, সুস্থ ৭৬ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩১৫ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।


