মুন্সিগঞ্জ, ২ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ৬৯ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৮০২ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (২ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- মঙ্গলবার, ২ জুন, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ৩৮৬ | ১৩ | ৯৩ |
গজারিয়া | ৮৭ | – | ১৮ |
টংগিবাড়ী | ৫২ | ৩ | ২২ |
লৌহজং | ৮৫ | ৩ | ১০ |
সিরাজদিখান | ১১৩ | ১ | ৪৬ |
শ্রীনগর | ৭৯ | ১ | ৩৯ |
সর্বমোট- ৮০২ | সর্বমোট- ২১ | সর্বমোট- ২৪২ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২ জুন) ৪৭৭৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৪০৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৮০২, মৃত ২১, সুস্থ ২৪২ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৬৭ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।