৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৬৯ জন সহ মোট ৮০২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৬৯ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৮০২ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (২ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- মঙ্গলবার, ২ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৩৮৬১৩৯৩
গজারিয়া৮৭১৮
টংগিবাড়ী৫২২২
লৌহজং৮৫১০
সিরাজদিখান১১৩৪৬
শ্রীনগর৭৯৩৯
 সর্বমোট- ৮০২সর্বমোট- ২১সর্বমোট- ২৪২
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২ জুন) ৪৭৭৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৪০৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৮০২, মৃত ২১, সুস্থ ২৪২ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৬৭ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!