২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৩২
কবি ও শিশুসাহিত্যিক বিক্রমপুরের কৃতি সন্তান সুনির্মল বসুর জন্মদিন আজ
খবরটি শেয়ার করুন:

কবি ও শিশুসাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিন আজ। তিনি ১৯০২ সালের ২০ জুলাই ভারতের বিহারের গিরিডি নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ছিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের মালখানগর।

সাংবাদিক ও সাহিত্যিক গিরিশচন্দ্র বসু ছিলেন তার পিতামহ এবং বিপ্লবী মনোরঞ্জন গুহঠাকুরতা ছিলেন তার মাতামহ।

সুনির্মল বসু ম্যাট্রিক পাস করেন পিতার কর্মস্থল পাটনার গিরিডি স্কুল থেকে ১৯২০ সালে। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু ১৯২১ সালে গান্ধীজীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন।

তার উল্লেখযোগ্য বই এর মধ্যে রয়েছে- ‘হাওয়ার দোলা (১৯২৭)’, ‘ছানাবড়া’, ‘ বেড়ে মজা’, ‘হৈ চৈ’, ‘হুলুস্থূল’, ‘কথাশেখা’, ‘পাততাড়ি’, ‘ছন্দের টুংটাং’, ‘আনন্দ নাড়ু’, ‘শহুরে মাম ‘, ‘কিপটে ঠাকুরদা’, ‘টুনটুনির গান’, ‘গুজবের জন্ম’, ‘বীর শিকারী’, ‘লালন ফকিরের ভিটে’, ‘পাতাবাহার’, ‘ইন্তিবিন্তির আসর’, ‘পাহাড়ে জঙ্গলে’, ‘পুরস্কার’,।

১৯৫৬ সালে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেন। তিনি ১৯৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

error: দুঃখিত!