কাহিনির একটি বড় অংশজুড়ে আছে হুমায়ূন আহমেদের পরিবার। নুহাশকে তাই দরকার হয়-ই। আশুতোষ সুজনের ছবি ‘আমার বাবা’য় অভিনয় করবেন নুহাশ আহমেদ। ছবিটিতে নিজের চরিত্রেই অভিনয় করবেন তিনি।
গত ডিসেম্বরে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন নুহাশ। ওটাই তার প্রথম এবং একমাত্র পর্দা উপস্থিতি। ‘আমার বাবা’ হবে নুহাশের প্রথম অভিনয়।
এরই মধ্যে পিরোজপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির প্রথম ধাপের দৃশ্যধারণ হয়েছে। অক্টোবরে শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ। তখনই ক্যামেরার সামনে দাঁড়াবেন নুহাশ। এছাড়াও ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী।