৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৩৯
এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোর ধাক্কায় থেমে থাকা প্রাইভেটকারের চালক নিহত
খবরটি শেয়ার করুন:
12

মুন্সিগঞ্জ, ২১ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাস ও দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় থেমে থাকা একটি প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। এসময় মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালক শেখ ইবনে হিরো (৩৬) গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ঘোনাপাড়া এলাকার সুরুজ শেখের পুত্র।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী লেনে চাকা মেরামতের জন্য থেমেছিলো প্রাইভেটকারটি। এসময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়, একইসময় মাওয়া থেকে ঢাকাগামী বি-এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় প্রাইভেটকার ও মাইক্রোটিকে। এসময় গুরুতর আহত হন প্রাইভেটকার চালকসহ ৪ জন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরী বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও মাইক্রোটিক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ঘটনার পর পালিয়েছেন অভিযুক্ত বাস চালক ও হেলপার। পরবর্তীতে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান ওসি।