মুন্সিগঞ্জের লৌহজংয় উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। এখানে ভোট দিয়েছেন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকরা।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ওসমান গণি তালুকদার ২১ ভোটের মধ্যে ২০ ভোট এবং আবুল বাশার পেয়েছেন ১ ভোট। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য অন্যতম প্রতিদ্বন্দীতাকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শোয়েব ও জেলা পরিষদের সদস্য শেখ ইদ্রিস আলী প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী পেয়েছেন ১১ ভোট, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তোফাজ্জ্বল হোসেন ৫ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির পেয়েছেন ৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম পেয়েছেন ১৫ ভোট, রানু আক্তার পেয়েছেন ২ ভোট এবং গীতা রানি দলীয় নেতাকর্মীদের কাছে পেয়েছেন ২ ভোট।
দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটে এগিয়ে থাকা ৩ জনের নাম কেন্দ্রে পাঠাবে জেলা আওয়ামী লীগ। এরপর চূড়ান্ত প্রার্থী ঘোষনা করে চিঠি দেবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আগামী ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা করার কথা রয়েছে। আর মার্চের যে কোন সময়ে হতে পারে লৌহজং উপজেলার নির্বাচন।
এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত না পাল্টালে উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি।