মুন্সিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলী বলেনছেন, উন্নয়নের একমাত্র মার্কা নৌকা তাই নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতীর উন্নয়ন অব্যহত রাখতে হবে। তিনি বলেন, উন্নয়নে অংশীদারিত্ব বাড়াতে নৌকায় ভোট চাই। নৌকায় ভোট দিয়ে আপনারা উন্নয়নের অংশীদারি হয়ে যেতে পারেন।
এমিলি এসময় আরও বলেন, আমি আপনাদের মেয়ে ও বোনের মত আমাকে ভোট দিয়ে পুনরায় টংগিবাড়ী-লৌহজংয়ে উন্নয়নের সুযোগ করে দিন। আমি আপনাদের স্নেহের মর্যাদা দিবো।
মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেতকা ইউনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন, বেতকা ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি আলম শিকদার বাচ্চু।
এতে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মোঃ জামাল হোসেন, টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হাওলাদার ভূতু, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রাহাত খান রুবেল, টঙ্গিবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম ডিউক প্রমুখ।