মুন্সীগঞ্জের গজারিয়ার ফরাজীকান্দি গ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় আঁখি আক্তার নামে এক নারী সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। আঁখি ঢাকা থেকে প্রকাশিত ‘বাংলাদেশ সময়’পত্রিকার গজারিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার সকালে আঁখিকে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় গজারিয়া থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার এসআই মো. দিদারুল আলম খান জানান, মাদক উদ্ধারের ব্যপারে আঁখি আক্তারের পড়শি হাজেরা বেগম বাদী হয়ে মামলা (নং-০৩) দায়ের করেছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভুঞা জানান, এলাকার লোকজন মাদক বিক্রির সময় আঁখি আক্তারকে আটক করে থানায় খবর দেয়। পরে এসআই মো. সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সকাল পৌনে এগারটায় চরবাউশিয়া ফরাজী কান্দি গ্রামের আঁখির বসতঘরে থাকা খাটে বিছানো তোশকের নিচ থেকে ২৫১ পিস ইয়াবা উদ্ধার করে।
আঁখি আক্তার থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দাবি করেন, পড়শিদের সাথে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাজানো ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে।