মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে টংগিবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষনা করেছে আওয়ামী লীগ।
গতকাল শনিবার (২৩ অক্টোবর) গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন সভায় এসব সিদ্ধান্ত হয়। আজ রোববার (২৪ অক্টোবর) আওয়ামী লীগের দলীয় সূত্রে এসব তথ্য জানা যায়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সভা সূত্রে পাওয়া তথ্যে টংগিবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী যারা-
বালিগাও ইউনিয়নে হাজী মো. দুলাল।
বেতকা ইউনিয়নে শওকত আলী খান (মুক্তার)।
দিঘীরপাড় ইউনিয়নে– মো. আরিফুল ইসলাম হালদার।
ধীপুর ইউনিয়নে– মির্জা বাদশা শাহিন।
আউটশাহী ইউনিয়নে– মো. সেকান্দর বেপারী
হাসাইল-বানারি ইউনিয়নে– আনোয়ার হোসেন হাওলাদার।
সোনারং-টংগিবাড়ী ইউনিয়নে মাঝি মো. বেলায়েত হোসেন।
কামারখাড়া ইউনিয়নে থেকে- মো. মহিউদ্দিন হালদার।
আব্দুল্লাপুর ইউনিয়নে মো. আব্দুর রহিম।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে মো. আনিসুর রহমান।
আড়িয়ল ইউনিয়নে থেকে- মো. দ্বীন ইসলাম শেখ।
যশলং ইউনিয়নে থেকে- মো. আলমাছ চোকদার।