২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:২১
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন ইউসুফ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামের কাতারপ্রবাসী ধনকুবের ব্যবসায়ী ইউসুফ হাসানের র‌্যাবের হাতে আটকের ঘটনা এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

র‌্যাব জানিয়েছে ইউসুফকে আটকের সময় তার কাছে ইয়াবা ট্যাবলেট ছিলো।

স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত ইউসুফ মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন। অর্থ-বিত্তের কারনে তিনি এলাকায় বেশ জনপ্রিয়।

তিনি নিজেই বিভিন্ন সময় এ কথা গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন।

নিজেকে প্রার্থী ঘোষণার পর ইউসুফকে বিভিন্ন সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। কয়েক লক্ষ টাকা খরচ করে তিনি সেসব কর্মসূচিতে জনসমাগম ঘটাতেন বলে জনশ্রুতি রয়েছে।

মূলত নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে এলাকায় প্রচার করতে ইউসুফ নিজেই এসব কৌশলের আশ্রয় নেয়। তবে স্থানীয়দের কাছে দান-সদকার কারনে ইউসুফ বেশ জনপ্রিয়। তাই তাকে আটকের ঘটনা শুনে স্থানীয়রা বিক্ষোভ দেখায়।

error: দুঃখিত!