২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৫৬
আ.লীগ নেতার উপর মেয়র শাহিনের হামলার ঘটনায় উত্তপ্ত মুন্সিগঞ্জ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের মিরকাদিমে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মনসুর আহমেদ কালামের উপর হামলার ঘটনায় পুরো জেলায় উত্তেজনা ছড়িয়ে পরেছে।

পুলিশ-প্রশাসনও পরবর্তী সহিংসতা এড়াতে তৎপর হয়ে উঠেছে।

এদিকে, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের বিভিন্ন অপকর্মের বিচারের দাবিতে শনিবার দুপুরে মুন্সিগঞ্জ শহরে মিরকাদিম পৌর নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহামেদ কালাম উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় একটি জানাযা শেষে মনসুর আহামেদ কালামের সাথে থাকা লোকজনের উপর অতর্কিত হামলা করে শহিদুল ইসলাম শাহীন এর ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী বাবুল।

এ সময় মনসুর আহমেদ কালামের সাথে থাকা পৌর কাউন্সিলর আব্দুল জলিলসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে।

মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার সমর্থকদের উপর হামলার আশঙ্কা করছেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনসুর আহামেদ কালাম বলেন, শুক্রবার মিরকাদিম পৌরসভার পূর্বপাড়ায় একটি জানাযা শেষে ফেরার পথে মেয়র শাহীনের নেতৃত্বে তার সমর্থকদের উপর হামলা চালানো হয়।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

error: দুঃখিত!