মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২০, এম এম রহমান (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের জনপ্রিয় মিষ্টান্ন সামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘আসলাম সুইটস এন্ড মাতৃভান্ডার’ এর কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে প্রশাসন।
শনিবার (৪ এপ্রিল) মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালিতে ‘আসলাম সুইটস এন্ড মাতৃভান্ডার’ এর নিজস্ব কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সরবরাহ করার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
করোনা সংক্রমন রোধে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে সরকারের নির্দেশে সারাদেশের সকল মিষ্টির দোকান এবং মিষ্টি তৈরীর কারখানা বন্ধ থাকলেও কাটাখালিতে ‘আসলাম সুইটস এন্ড মাতৃভান্ডার’ এর কারখানা সচল ছিলো।
তারা গোপনীয় ভাবে মিষ্টি তৈরি করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো ।
এছাড়াও অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে তৈরী করে আসছিলো মিষ্টি।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন শহর জুড়ে দোকান বন্ধের অভিযানের অংশ হিসাবে কাটাখালি যায়।
এসময় তিনি লোকজনদের ছোটাছুটি দেখে কারখানার ভিতরে ঢুকে দেখেন নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করা হচ্ছে।
অস্বাস্থ্যকর অবস্থায় কারখানার ভিতরে মেঝেতে প্রায় ২০ মন মিষ্টি ছিলো। তাছাড়া বড় বড় ২টি ফ্রিজেও মজুদ করা ছিলো মিষ্টি।
এ সময় মিষ্টি তৈরীর কারখানার মালিক আসলাম হোসেনকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মিষ্টিগুলো জব্দ করে গরীবদের মাঝে বিতরণ করা হয়।
পাশাপাশি এই কারখানা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্টেট শেখ মেজবাহ উল সাবেরিন জানান, ‘আসলাম সুইটস এন্ড মাতৃভান্ডার’কে ৭০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিষ্টি তৈরীর কারখানাটি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।