১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:০১
‘আমার বিক্রমপুরের সাংবাদিক মদের উপর থাকে’, মন্তব্য আ. লীগ নেতার পুত্র’র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘আমার বিক্রমপুর অনলাইন সাংবাদিক মনে হয় সারাদিন মদের উপর থাকে। লেখার ভাষা দেখে তাই মনে হয়। shame on you।’- এ মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসার উদ্দিন ভুইয়ার ছেলে মাহমুদুল হাসান সাদি।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে Sady Mahamudul নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এই প্রতিক্রিয়া জানান। অ্যাকাউন্টটি তিনি নিজেই পরিচালনা করেন।

গেল শনিবার ‘মুন্সিগঞ্জ সদর উপজেলা আ. লীগের সম্মেলন: নতুন বোতলে পুরনো মদ’ শিরোনামে একটি মন্তব্যধর্মী সংবাদ প্রকাশ করে আমার বিক্রমপুর। ঐ সংবাদের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন- এমনটাই ধারণা করা যাচ্ছে।

উল্লেখ্য, মাহমুদুল হাসান সাদি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়ার ছেলে। গেল বছরের অক্টোবরে মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান সাদি।

২০২১ সালের ২০ জুন মাহমুদুল হাসান সাদিকে নিয়ে- মুন্সিগঞ্জ: মন্ত্রীর প্রোগ্রামে প্রকাশ্যে মামলার আসামি, পুলিশ বলছে ‘পলাতক’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আমার বিক্রমপুর।

error: দুঃখিত!