১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
আনন্দ টিভি’র শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার পেলেন মুন্সিগঞ্জের শুভ ঘোষ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৩ সেপ্টেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আনন্দ টিভি’র সারা দেশের মফস্বল (জেলা) পর্যায়ে বিভিন্ন সংবাদের মধ্যে মুন্সিগঞ্জের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ও অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্যে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সনদ পেয়েছে আনন্দ টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি শুভ ঘোষ।

তিনি মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা সুধীর কুমার ঘোষের বড় ছেলে।

শুভ ঘোষ আনন্দ টিভি ছাড়াও দেশের স্বনামধন্য আরো কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

শুভ জাতীয় দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি সহ স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মুন্সিগঞ্জ প্রতিদিন এর বার্তা প্রধান হিসাবে কর্মরত আছেন।

তথ্য মতে জানা যায়, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র উদ্যোগে দেশের সকল প্রান্তে কর্মরত থাকা বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশ গ্রহণে গত-শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনীবিচ পয়েন্টের সাগর পাড়ে এক অনারম্ভ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উৎসব ও প্রতিনিধি সম্মেলন ২০১৯ এর আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে সেরা ১০ ক্যাটেগরি প্রথম, দ্বিতীয়, ও তৃতীয়, স্থান অর্জনকারী প্রতিবেদক সহ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে জেলা ও উপজেলা মিলিয়ে সর্বমোট ১৪ জন অফিস কর্মকর্তা ও প্রতিনিধিকে তাদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন বিভাগে এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় শুভ ঘোষ জেলা ভিত্তিক অপরাধ বিষায়ক ক্যাটাগরিতে আনন্দ টিভির সম্পাদকীয় জুরি বোর্ড কতৃক “অপরাধ” বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের জন্য জেলা ভিত্তিক শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হওয়ায় গত (২০শে সেপ্টেম্বর) শুক্রবার সন্ধায় সম্মেলন অনুষ্ঠানে সকল প্রতিনিধি সহ হাজারো মানুষের উপস্থিতিতে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র তুলে দেন আনন্দ টিভির উর্ধতন কতৃপক্ষ।

সম্মেলন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস মানব সম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ন্যাশনাল ডেক্স ইনচার্জ মিরন আহমেদ, সহ আনন্দ টিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ প্রতিষ্ঠানে কর্মরত অসংখ্য সাংবাদিক বৃন্দ।

এছাড়া ও অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, টুরিস্ট পুলিশ সুপার ইকবাল হোসেন, অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল সুরকান আহমেদ, কক্সবাজার সদর র‌্যাব- ১৫ এর অধিনায়ক আজিম আহমেদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী সহ আরো অনেকে।

এদিকে শুভ ঘোষ আনন্দ টিভি কতৃপক্ষের পক্ষ থেকে এই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মুন্সিগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সহকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে সম্মাননা প্রাপ্ত প্রতিবেদকের অনুভূতি ও মতামত জানতে চাইলে তিনি বলেন, এটা আমার কর্মময় জীবনের কর্মের প্রতিফলন। ভাল কাজের ভাল ফল অবশ্যই পাওয়া যায়। আগামীতে এর থেকে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করে তিনি এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলায় কর্মরত সকল সহকর্মীদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি কতৃপক্ষ কে এছাড়া ও তিনি এই সম্মাননা আনন্দ টিভি পরিবারের সকলের প্রতি উৎসর্গ করেন।

error: দুঃখিত!