১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:৫৩
আনন্দ আর ঝুঁকিতে ঘরে ফেরা
খবরটি শেয়ার করুন:

স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন নগরবাসী। আজ ভোর থেকে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। তবে লঞ্চ, ট্রেন বা বাসের টিকিট না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিআরটিসির অতিরিক্ত ৫৫টি বাস প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃষ্টি, যানজটসহ নানা দুর্ভোগের আশঙ্কা মাথায় নিয়েই প্রিয়জনের সাথে ঈঁদ করতে ছুটছে ঘরমুখো মানুষ। সকাল রাজধানীর বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৬৩ জোড়া ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে বাস টার্মিনালগুলোতে ভোর থেকে আন্তঃজেলা বাস দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

যারা বাড়ি যেতে কোনো পরিবহনেরই টিকিট পাননি, বিড়ম্বনায় পড়েছেন তারা। গাজীপুরের চন্দ্রাসহ বিভিন্ন জায়গায় ব্যাপক ভিড় দেখা যায় এমন ঘরমুখো মানুষের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিসির অতিরিক্ত ৫৫টি বাস রাখা হয়েছে। যে কোন প্রয়োজনে তা নামানো হবে।

যানজটবিহীন নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন সড়কে ওয়াচ টাওয়ার বসিয়েছে পুলিশ