৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৫১
অর্থ সহ কোরঅান পড়লে জিহাদ নিয়ে অপব্যখ্যা হবে না- মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ-৩ অাসনের সাংসদ ও বাংলাদেশ অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, বাংলা অর্থ সহ কোরঅান শরীফ পড়লে জিহাদ নিয়ে ভ্রান্ত মতবাদীদের অপব্যখ্যা হবে না। ইসলামের নাম ব্যবহার করে হানাহানি-রক্তপাত হবে না।

তিনি গতকাল জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্য এ কথা বলেন। মাদ্রাসা ছাত্রদের জন্য এদিন তিনি ইফতারের ও অায়োজন করেন।

মৃণাল কান্তি দাস এসময় অারও বলেন, পবিত্র কোরঅান ধারন করা গেলেই নতুন প্রজন্ম অালোকিত হতে পারে।

তিনি মনে করেন, মানব সেবার জন্য ধর্ম বাধা হতে পারে না।

তিনি এসময় অারও বলেন, ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, উদার মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম।

error: দুঃখিত!