মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের দেওভোগে বিএসটিআইএর সনদ না নিয়ে অবৈধভাবে আইসক্রিম উৎপাদন করার অপরাধে ‘আম্মাজান আইসক্রিম’ নামের একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্ব দেওভোগ এলাকায় ‘আম্মাজান আইসক্রিম’ এর ফ্যাক্টরিতে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মো: আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।