২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৪৬
‘জামাইবাবু বৌদি কিলার’ ওয়েব সিরিজে নায়লা নাঈম (ভিডিওসহ)
খবরটি শেয়ার করুন:

প্রথমবারের মত ওয়েব সিরিজে অভিনয় করলেন নায়লা নাঈম। ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ শিরোনামের ওয়েব সিরিজে তাকে দেখা যাবে।

এটি গত ২৪ জানুয়ারি কলকাতার শট কাট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। বাংলাদেশের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হয়েছে এই সিরিজটি।

পরিচালক শামীমুল ইসলাম শামীমের সংলাপ ও চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছেন বাংলাদেশের টুম্পা আহম্মেদ ও কলকাতার শর্মা। সিরিজটিতে নায়লার বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা-অভিনেতা সাঈফ চন্দন।

এ বিষয় নায়লা নাঈম বলেন, প্রথমবারের মতো আমি অভিনয় করলাম। নিজের মধ্যে একটা প্রত্যাশা কাজ করছে, একই সঙ্গে ভয়ও করছে। আমার অভিনয় দর্শকদের কাছে কেমন লাগবে বলতে পারছি না। তবে আমরা আগের কাজগুলো পছন্দ করেছেন দর্শকরা।

https://youtu.be/rIIhpEkMg0M

error: দুঃখিত!