১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইউটিউব দেখে ইউরোপের মুরগি পালন করে মাসে আয় ৩০ হাজার টাকা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল, ২০২১, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যে্যর-বাগ এলাকার সাইদুর রহমান রিয়েল (২৮)। পড়াশোনার পাশাপাশি মুন্সিগঞ্জ শহরের কাচারীতে রয়েছে একটি মোবাইল ফোনের দোকান।

মূলত অনেকটা শখের বসেই ইউটিউবে ভিডিও দেখে ২০১৭ সালে এক জোড়া ইউরোপিয়ান সিল্ক জাতের মুরগীর বাচ্চা দিয়ে শুরু করেছিলেন। এরপর শখ থেকে ধীরে ধীরে ব্যবসায় পরিণত হয়েছে তার এই উদ্যোগ। বর্তমানে তার খামারে ৫ জাতের প্রায় অর্ধশতাধিক বিদেশী মুরগী ও মুরগীর বাচ্চা রয়েছে। সবমিলিয়ে যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।

রিয়েলের খামারে ইউরোপিয়ান সিল্কি জাতের মুরগী। ছবি: আমার বিক্রমপুর।

জাতভেদে একেক জোড়া মুরগীর দাম ৮ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আর মুরগীর বাচ্চা বিক্রি হয় জাতভেদে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

রিয়েলের খামারে কলম্বিয়ান লাইট ব্রাহমা জাতের মুরগী। ছবি: আমার বিক্রমপুর।

রিয়েল জানান, একেকটি বিদেশী জাতের মুরগী বছরে ১৫০-২০০ ডিম দিয়ে থাকে। জাতভেদে এক পিস ডিমের দাম ২০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। মূলত এই ডিমগুলো নিয়ে অন্য খামারিরা মুরগী উৎপাদন করেন। অনেকে শখের বসে বাড়িতে এই মুরগী পালন করে থাকেন।

রিয়েলের খামারে বিদেশী মুরগী। ছবি: আমার বিক্রমপুর।

শখের বসে শুরু করা রিয়েলের এই উদ্যোগ অল্প খরচ আর বেশি লাভের আশায় একসময় দেখে নতুন সম্ভাবনা। বর্তমানে তার খামারে রয়েছে ইউরোপিয়ান সিল্ক, কলম্বিয়ান লাইট ব্রাহমা, আমেরিকান কোচিন (মোল্টেড) ও আমেরিকান কোচিন সিলভার ও দেশীয় পাহাড়ী জাতের হিলি চিকেন।

রিয়েলের খামারে আমেরিকান কুচিন জাতের মুরগীর বাচ্চা। ছবি: আমার বিক্রমপুর।

বাড়ির ছাদের এক পাশে এই মুরগীর খামার করতে রিয়েলের খরচ হয়েছিলো ৬০ হাজার টাকা। আর প্রতিমাসে মুরগী ও বাচ্চাগুলোর খাবার খরচ হয় ২ হাজার টাকার মত। আর ঔষুধ খরচ, বিদ্যুৎ বিল ও আনুসঙ্গিক মিলিয়ে মাসে মোট খরচ হয় প্রায় ৮ হাজার টাকা। প্রতি মাসে তার আয় হয় ২৫-৩০ হাজার টাকা।

রিয়েলের খামারে আমেরিকান কোচিন ও কলম্বিয়ান লাইট ব্রাহমা জাতের মুরগী। ছবি: আমার বিক্রমপুর।
মূলত অনলাইনে ও মোবাইলে এই মুরগীগুলো ক্রেতারা কিনে নিয়ে যান বলে জানান রিয়েল। ফেইসবুকে তার পেজের নাম- ডলফিন ফেন্সি হাউস
মুন্সিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কুমুদ রঞ্জন মিত্র বলেন, এই মুরগী পালন একদিকে যেমন সৌখিন, মনের খোরাক জোগায় আবার অনেক দামে বিক্রিও হয়। যার জন্য অর্থনৈতিকভাবেও খামারিরা লাভবান হয়। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি এবং চিকিৎসা সেবা থেকে শুরু করে পরামর্শ সহায়তা আমরা দিয়ে থাকি। এবং এটা খুবই ভালো উদ্যোগ। যদি বড় খামার হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের ঋণ দিয়েও সহায়তা করবো।

 

 

error: দুঃখিত!