মুন্সিগঞ্জ, ১০ মার্চ, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘আপনাদের এলাকার সংসদ সদস্য নয়, আপনাদের সকলের সহকর্মী হয়ে কাজ করতে চাই’ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এ কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে গজারিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৈনিক মুন্সিগঞ্জের কাগজের উদ্যোগে গজারিয়ার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এসময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মু. আবুসাঈদ সোহানকে সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
সংবর্ধনা প্রাপ্ত চেয়ারম্যানরা হলেন- গজারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি, হোসেন্দি ইউপি চেয়ারম্যান হাজী মো. আক্তার হোসেন, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান মো. শহিদুজ্জামান জুয়েল, টেঙারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জি সাহিদ মো. লিটন, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু।
দৈনিক মুন্সিগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহাসীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতিক।