১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১০:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
শিলইয়ে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন পিপিএম বার, বিপিএম বার-এর পক্ষ থেকে এবং ব্যবসায়ী ও সাংবাদিক সোহেল টিটুর উদ্যোগে সদর উপজেলার শিলইয়ে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে সদর উপজেলার  শিলই ইউনিয়নের পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১, ২, ৩ ও ৯ নং ওয়ার্ডে প্রায় ৪ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও পার্শ্ববর্তী টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, পোলাউ চাল, চিনি, গুঁড়া দুধ ও দুই প্রকার সেমাই।
এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব ১১- সিপিসি-১ এর সাব ইন্সপেক্টর আইনুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি টিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শিলই ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী, সাংবাদিক রিয়াদ হোসাইন, মো. রনি শেখ,মিনহাজ, সাইফুল ইসলাম, মো. সুজন বেপারী, মুমো. ইমন হোসাইন, সাইফুল ইসলাম, টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী কাশমির আক্তার, ব্যবসায়ী আবদুল বাসেদ বেপারী, ব্যবসায়ী ইমরান হোসেন বেপারী, আকরাম বেপারী, সেলিম মোল্লা, রতন মোল্লা, জুয়েল শেখ প্রমুখ।

error: দুঃখিত!