৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎয়ের সামনে বিএনপির অবস্থান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ জুন ২০২৩, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করেছে বিএনপি। পরে দলটির নেতাকর্মীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি পেশ করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা সদরের সিপাহিপাড়া এলাকার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, যুগ্ম-আহবায়ক সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, সদস্য সচিব মনির হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি তারিক কাশেম খান মুকুল, সুলতান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী পাপিয়া রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বদিউজ্জামান শ্যামল, মোজাম্মেল মুন্না প্রমুখ।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী জানান, বিএনপি নেতাকর্মীরা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা একটি স্মারকলিপি পেশ করেন। দলটির নেতাকর্মীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান।

error: দুঃখিত!