২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ: সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিক, সুশীল, রাজনীতিক সবাই ‘একমত’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘সম্প্রীতি রক্ষা দিবস’ পালিত হয়েছে। এতে জেলার শীর্ষ জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবি, সুশীল, রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী সহ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ দেখা গেছে।

কর্মসূচিতে উপস্থিত হয়ে সকলেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরে ‘একাত্মতা’ ঘোষণা করেছেন।

গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের জেলা শিল্পকলা একাডেমির সামনে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মতিউল ইসলাম হিরু, সাবেক সভাপতি খালেদা খানম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ ই হাসান তুহিন, নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, সংগঠক অভিজিৎ দাস ববি, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনিরুজ্জামান শরিফ, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, সোহেল রানা রানু, সাজ্জাত হোসেন সাগর, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, নাট্যকার হুমায়ন ফরিদ, মুকুল রানি প্রমুখ।

 

error: দুঃখিত!