মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর
মুন্সিগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা কাচারি থেকে গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ি।
এর আগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, পৌরসভার ডিসি পার্কের সামনে থেকে ৩ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. বাবু সরকার (৩০) কে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।