১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৪১
মুন্সিগঞ্জ জেলা-উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জুন, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা ও জেলার অন্তর্গত সকল উপজেলা-পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী এই তথ্য জানানো হয়।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় স্বেচ্ছাসেবক লীগ মুন্সিগঞ্জ জেলা শাখা ও জেলার অন্তর্গত সকল উপজেলা-পৌর স্বেচ্ছাসেবক লীগ কমিটি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

একইসাথে নতুন কমিটি গঠনের জন্য সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে আহবান জানানো হয়।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

error: দুঃখিত!