১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৩৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ২টি ক্লিনিকের স্টাফদের বাধ্যতামূলক ‘হোম কোয়ারেন্টিন’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তথ্য লুকানোর অভিযোগে মুন্সিগঞ্জ শহরের দুটি বেসরকারী ক্লিনিকের বেশ কয়েকজন স্টাফকে বাধ্যতামূলক ‘হোম কোয়ারেন্টিন’-এ পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই সিদ্ধান্ত নেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহাম্মেদ বেলা ৩টা ২৫ মিনিটের দিকে ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘যেহেতু বিল্ডিংটিতে কিছু পরিবার বাস করে তাই ২ টা ক্লিনিকের সব লোকজন যারা এখানে কাজ করতেন তাদের ‘হোম কোয়ারেন্টিন’-এ পাঠানো হয়েছে।

জানা যায়, মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকার সদর হাসপাতাল রোডে অবস্থিত ‘ডক্তর’স ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর মালিক জাকির হোসেন (কোভিড-১৯) করোনাভাইরাস এ সংক্রমিত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। যেহেতু তার করোনা ধরা পড়ার পর জানা যায় তিনি বেশ কিছুদিন যাবৎ মুন্সিগঞ্জে যাওয়া আসা করছিলেন তাই প্রশাসন সেখানে বাড়তি সতর্কতার অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। এরপর পাশাপাশি থাকা একই বিল্ডিংয়ের প্রাইম ক্লিনিকটির স্টাফদেরও ‘হোম কোয়ারেন্টিন’-এ পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন বনিক, সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান ও সদর থানার ইন্সপেক্টর অপারেশন শেখ মো: আবু হানিফ সহ পুলিশের একটি টিম।

error: দুঃখিত!