মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সরকারি লিজের জমি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার বালিগাও ইউনিয়নের করিম খানের ছেলে মনির খান এর বিরুদ্ধে।
তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও হয়েছে।
রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তারের বরাবর লিখিত অভিযোগ করেন বালিগাও ইউনিয়নের মৃত চাঁন মিয়া খানের ছেলে বাচ্চু খান।
বাচ্চু খান জানান, ৪৮ বছর যাবৎ নিম্ম তফসিল বর্নিত সম্পত্তি ভোগ দখল করে আসছি। বর্তমানে আমি বাংলাদেশ সরকার বাহাদুর হইতে গত ০৪-১২-২০২০ইং সনে বহি নং ০১০২৬২৫ নং ভিসিআর এর মাধ্যমে কেস নং ১৩৮/৮৭ (খ) এর মাধ্যমে লিজ গ্রহন পূর্বক দখল ও চাষাবাদ করিয়া আসিতেছি এবং নিয়মিত সরকারী খাজনাদি পরিশোধ করিতেছি। আমার প্রতিবেসী মৃত করিম খানের ছেলে মনির খান ও তার পরিবার জোড় পূর্বক আমার লিজ গ্রহনকৃত সম্পতি দখল করিতে আসিলে আমি বাধা দেই। পরে মনির খান ও তার পরিবার আমাকে বলে ওই সম্পত্তি তাদের এবং ওই সম্পতির মালিক সে ও তার দুই ছেলে কবির খান, রানা খান, এবং দুই মেয়ে সোনালী আক্তার পপি, হ্যাপী আক্তার। পরে আড়িয়ল ভূমি অফিসে যোগাযোগ করে জানতে পারি মনির খান ও কবির খান ভূমি অফিসকে ভূল বুঝিয়ে প্রতরনা মূলক নামজারি ও জমিভোগ করতেছে।
অভিযুক্ত মনির খান জানান, আমি আমার জায়গায় বসবাস করতেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।