১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৪২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দ্রুত করোনা টেষ্ট ল্যাব বসানোর দাবি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে দ্রুত সময়ের মধ্যে করোনা টেষ্ট ল্যাব স্থাপনসহ নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সংগঠন।

রোববার (২১ জুন) সকালে মুন্সিগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আয়োজনে এ দাবি আদায় কর্মসূচির প্রধম দিনে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানবপ্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কফিন সামনে রেখে এই মানবপ্রাচীরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। তারা অনতিবিলম্বে জেলায় করোনা শনাক্তকরণ ল্যাব স্থাপন সহ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া আগামীকাল সোমবার কর্মসূচির শেষ দিনে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একই দাবিতে অনশন কর্মসূচি পালন হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুন্সিগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনির সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, বর্তমান সাধারণ সম্পাদক শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মনিরুজ্জামান শরিফ, উদীচী মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, নাট্যকার ও নির্দেশক শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী, আনমনা প্রাঙ্গণের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন ফরিদ, বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, মানিককপুর যুব সমাজের সভাপতি সোহেল রানা রানু, অনিয়মিত’র সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর ও আয়োজক সংগঠনের সদস্য সচিব আবু সাত্তার মুন্সী প্রমুখ।

error: দুঃখিত!