মুন্সিগঞ্জ, ২১ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২১ জুন) দুপুর ২ টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার স্বার্থে ছাত্রদের বেতন মওকুফ, সকল সরকারি বেসরকারি স্কুল-কলেজ বন্ধ, ভার্চুয়াল ক্লাস, পরীক্ষা বন্ধের দাবি নিয়ে স্মারক লিপি প্রদান করেছে তারা।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না ও সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার এর স্বাক্ষরিত স্মারকলিপিতে অনলাইন ক্লাস বন্ধেরও জোর দাবি জানানো হয়।
এছাড়াও কর্মহীন ছাত্র, অভিভাবকদের জীবিকা রক্ষায় জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল।