১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে আহত স্কুল শিক্ষার্থীর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে গুরুতর আহত স্কুল শিক্ষার্থী মারা গেছেন। গতকাল ভোর ৪ টা’র দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে৷ নিহত অঙ্কন দত্ত (১৭) এক মাস ১৩ দিন চিকিৎসাধীন ছিলেন। মাঝখানে কিছুটা সুস্থ হলেও পুনরায় শারিরীক জটিলতা দেখা দিলে পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই গত ৫ দিন আইসিইউতে ছিলেন তিনি।

নিহত স্কুল শিক্ষার্থী মুন্সিগঞ্জ শহরের রনছ পাড়ুলপাড়া এলাকার নির্মল দত্তের ছেলে ও স্থানীয় কে. কে. গভ. ইন্সটিটিউটের চলতি বছরের এস এস সি পরীক্ষার্থী।

পরিবার জানায়, গত ৭ মার্চ বিকালে প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে দুবৃত্তরা তুলে নিয়ে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলো সে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় পূর্বে থানায় একটি অভিযোগ ছিলো। সেটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

error: দুঃখিত!