মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে রাবেয়া বেগম (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের দাবি, যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী নজরুল ইসলামকে (২৪) আটক করেছে।
গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাঁও গ্রামে এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের সালথা উপজেলার লক্ষনদিয়া গ্রামের সাইদ শেখের মেয়ে রাবেয়ার সাথে নগরকান্দা উপজেলার মানিকদি গ্রামের আব্দুল হালিম খলিফার ছেলে নজরুল ইসলামের ৬ মাস আগে বিয়ে হয়। ওই দম্পতি ৩ মাস ধরে শ্রীনগর উপজেলার জুশুরগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে থাকতো।
বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, রাত ৩ টার দিকে ওই গৃহবধূর পার্শ্ববর্তী ভাড়াটিয়া তামিম আমাকে ফোন করে এ বিষয়ে জানায়। গৃহবধূর নজরুল এখানে ফেরী করে বিভিন্ন ফলমূল বিক্রি করতো। পরে খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে গলায় রশি প্যাঁচানো লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশের নাক-মুখে রক্তের চিহ্ন রয়েছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।