মুন্সিগঞ্জ, ২ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ঈদ-উল-ফিতর উপলক্ষে বেদে সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ ও ঈদবস্ত্র বিতরণ করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
আজ সোমবার বিকালে মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় ৩ শতাধিক বেদে পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি, থ্রি পিস ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মুন্সিগঞ্জ পৌর কাউন্সিলর মকবুল হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস প্রমুখ।