১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৪:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
চর বাংলাবাজার সমাজ কল্যাণ ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে হাজী মোহাম্মদ সোহরাব হোসেন পীর স্টেডিয়ামে চর বাংলাবাজার সমাজ কল্যাণ ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ঈদ-উল-ফিতরের রাতে চর বাংলাবাজার সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই আয়োজনে ৮টি ক্রিকেট দল খেলায় অংশগ্রহণ করবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এসময় চর বাংলাবাজার সমাজ কল্যান সংগঠনের সভাপতি ইমরান মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু।

এসময় অতিথিরা তরুণদের মাদক সন্ত্রাস থেকে দূরে থাকার উপদেশ দেন এবং প্রতি বছর এমন খেলাধুলার আয়োজন করার অনুরোধ করেন।

টুর্নামেন্টের আয়োজকরা বলেন, স্টেডিয়ামে খেলা দেখা ও আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা সরাসরি দেখার আনন্দটা গ্রামের মানুষদের দিতে এই আয়োজন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুলিস্তান শপিং কমপ্লেক্স এর সভাপতি দ্বীল মোহাম্মদ খোকা, সমাজ সেবক মো. ইসমাইল সরকার, মুন্সিগঞ্জ জেলা বিজনেস ফেডারেশনের সভাপতি আওলাদ হোসেন মুন্সী, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নূর মোহাম্মদ মেম্বার, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহাদাত হোসেন মাঝি, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন মুন্সী, হাবিবুর রহমান পীর, তানজিল মোল্লা প্রমুখ।

error: দুঃখিত!