মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সোমবার বিকাল ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। কিন্তু এরপরও নদী পার হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ।
পরিবার-পরিজন নিয়ে নদীর ঘাটে অবস্থান করছেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় আসা ঘরমুখো এসব মানুষ। শারীরিক দূরত্ব না মেনেই ঘাটের পাশে ভিড় করে বসে আছেন তারা।
শিমুলিয়া ঘাটের আশপাশে অসংখ্য যানবাহনও নদী পার হওয়ার অপেক্ষায় আছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় আছে শুধু দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এছাড়া ঘাটের আশপাশে এক্সপ্রেসওয়েতে আছে অসংখ্য গাড়ি।
ফেরিতে পারের অপেক্ষমাণ যাত্রীরা তাদের দুর্ভোগের কথা বলেন। তারা জানান, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে তারা খুব কষ্ট করে শিমুলিয়া ঘাটে এসেছেন। তারা খেয়ে না খেয়ে খুব কষ্ট করে এখানে অবস্থান করছেন।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বিভিন্ন এলাকা থেকে ঘাটের দিকে মানুষজন আসছেন। কিন্তু ফেরি চলাচল বন্ধ আছে। জরুরি পরিষেবার একটি ফেরি কুমিল্লার লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে ঘাট ছেড়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চালু করার এখনও কোনও নির্দেশনা দেয়নি।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। এজন্য পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে মানুষ ও গাড়ির ভিড় দেখা যাচ্ছে গত কয়েকদিন। তাই ঝুঁকি কমাতে সোমবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।