মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকান্ডের ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের লৌহজং প্রেস ক্লাবের সাংবাদিকরা।
আজ মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ লৌহজং প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে স্থানীয় মানুষজন একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সহ-সভাপতি মো. শওকত হোসেন, সহ-সম্পাদক শেখ মো. রাকিব, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব।
এসময় আরও উপস্থিত ছিলেন, লৌহজং প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আ স ম আবু তালেব, দপ্তর সম্পাদক ফৌজি হাসান খান রিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমন হোসেন, কার্যনির্বাহী সম্পাদক মো. রমজান হোসাইন খান রকি, মো. মোশারফ হোসেন, শেখ মো. সোহেল রানা, আসাদুজ্জামান নবীব, পিংকি রহমান, কাইয়ূম ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক বোরহানের হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধী আইনের আওতায় না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, লৌহজং প্রেস ক্লাবের সকল সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের হত্যার প্রতিবাদে ও তীব্র নিন্দা জানিয়ে সকাল ৮ টা থেকে বিকাল ২টা পর্যন্ত কলম বিরতি পালন করেন।