মুন্সিগঞ্জ, ২৩ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাইচাইল এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় তালতলা-ডহরী খালের পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার আউটশাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভাঙ্গন কবলিত কাইচাইল এলাকায় মাটি কেটে বিক্রি করার অভিযোগে স্থানীয় জাহাঙ্গীর শেখকে এই জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।
তিনি জানান, মাটি কেটে অন্যত্র বিক্রি করার অভিযোগে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।