১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
নদীতে ভেসে উঠলো নিখোঁজ সবজি বিক্রেতার লাশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া সবজি বিক্রেতার লাশ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে নিখোঁজ ঐ সবজি বিক্রেতার লাশ উদ্ধার করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সদর উপজেলার রামেরগাও গ্রামের আইয়ুব আলী মুন্সীর ছেলে জয়নাল মুন্সী (৩৮) গত ১৭ জানুয়ারি রোববার ভোরে এপার থেকে ওপারে যাওয়ার পথে ৫ সঙ্গী সহ সবজি নিয়ে ট্রলার নিয়ে যাত্রা করে।

কিছু দুর যাওয়ার পর,ঘন কুয়াশায় থেমে থাকা শাহ সিমেন্ট কারখানার জাহাজের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লেগে ডুবে যায়।

এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও রামেরগাঁওয়ের জয়নাল নিখোজ হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে রামেরগাঁও গ্রামের নিজ বাড়িতে জয়নালের লাশটি দাফন করার প্রক্রিয়া চলছে।

error: দুঃখিত!