১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:১১
Search
Close this search box.
Search
Close this search box.
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ সদর উপজেলা কমিটি।

আজ শুক্রবার জুমার নামাযের পর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের বিপড়ীত সড়কে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বক্তারা। কর্মসূচিতে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।

সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাজী মো. ফারুক হাওলাদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী সানাউল্লাহ্ কাসেমি।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বেপারি, সহ সভাপতি হোসেন আলী মোল্লা। ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান,  বিক্রমপুরী, যুব আন্দোলন সদর থানার সাধারণ সম্পাদক মো. কাউসার হামিদী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলীল প্রমুখ।

error: দুঃখিত!